আজকের জোকস : বুয়ার ফেসবুক স্ট্যাটাস


প্রকাশিত: ০২:১০ এএম, ০৬ নভেম্বর ২০১৬

বুয়ার ফেসবুক স্ট্যাটাস
গৃহকর্ত্রী : তুমি গত তিন দিন কাজে আসো নাই ক্যান?
কাজের বুয়া : আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে, ‘আমি বাড়ি যাচ্ছি’।
গৃহকর্ত্রী : ওমা, তুমি ফেসবুক চালাও নাকি?
কাজের বুয়া : ক্যান, আপনি জানেন না? আপনার স্বামী তো কমেন্টও দিছে- ‘মিস ইউ’।

****

থাকো তুমি একা
স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন-
স্ত্রী : আর জীবনে কোনো দিন আমি এমুখো হব না। থাকো তুমি একা। আমি চললাম বাবার বাড়ি।
স্বামী : যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।
স্ত্রী : আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?

****

বদমাশ না ছাগল
রঞ্জু রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। কিছুদিন পর রঞ্জু একটি ছাগল নিয়ে বাসায় এল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বলল- স্ত্রী : ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু : বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
স্ত্রী : আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

****

বিয়ে করতে চাই
ছেলে : বাবা আমি বিয়ে করতে চাই।
বাবা : আরেকটু বুদ্ধি বাড়ুক, তখন বিয়ে করো।
ছেলে : বুদ্ধি বেড়েছে বুঝব কী করে?
বাবা : যেদিন আর বিয়ে করতে ইচ্ছা হবে না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।