আজকের জোকস : আপনার মেয়েকে ভালোবাসি


প্রকাশিত: ০২:২৫ এএম, ০৫ নভেম্বর ২০১৬

আপনার মেয়েকে ভালোবাসি
শিক্ষক : আমি টেবিল ছুয়েছি, টেবিল মাটি ছুয়েছে, সুতরাং আমি মাটি ছুয়েছি। এভাবে একটি যুক্তি দেখাও তো।
ছাত্র : আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি।

****

ভদ্রতাও খেয়ে ফেলল
মা তার ছোট বাচ্চাকে বলছে-
মা : শোন, মেহমান এসেছে, উনাকে মিষ্টি দেওয়া হবে। উনি তো আর সব মিষ্টি খাবেন না, ভদ্রতা করে একটা- দুটো রেখে দেবেন। তখন ঘরে এনে খেও।

বাচ্চা রাজি হল। মেহমানকে মিষ্টি দেওয়া হল। মেহমান খাচ্ছে। বাচ্চা দেখল মেহমান সব মিষ্টিই খেয়ে ফেলেছে। সে তখন চেঁচিয়ে উঠল-
বাচ্চা : মা, মা, মেহমান তো ভদ্রতাও খেয়ে ফেলল।

****

শুধু খেলা হয়
শিক্ষক : বল তো বিবিসি-তে কী হয়?
আরিফ : ব্রিটিশ ব্রড কাস্টিং।
শিক্ষক : গুড। বিবি-তে কী হয়?
জহির : বাংলাদেশ ব্যাংক।
শিক্ষক : ভেরি গুড। ইএসপিএন-এ কী হয়?
মদন : সারাদিন শুধু খেলা হয় স্যার।

****

পিঁপড়ার পেটে হাতির বাচ্চা
পিঁপড়ার মা : তোর এত বড় সাহস তুই আমার মেয়ে হইয়া হাতির লগে প্রেম করোস? আজ থেকে হাতির সাথে তোর যোগাযোগ বন্ধ।
পিঁপড়া : (কাঁদো কাঁদো কণ্ঠে) তা হয় না মা, আমার পেটে হাতির বাচ্চা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।