আজকের জোকস : চাবি টেবিলের উপর


প্রকাশিত: ০৫:১৪ এএম, ০২ নভেম্বর ২০১৬

চাবি টেবিলের উপর
চাকর : হুজুর, আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি।
কর্তা : কেন, কী এমন ঘটল যে তুমি চাকরি ছেড়ে চলে যাচ্ছ?
চাকর : আপনি আমাকে বিশ্বাস করেন না।
কর্তা : তোমাকে এ কথা কে বলল? আমার আলমারির চাবি পর্যন্ত টেবিলের উপর পড়ে থাকে।
চাকর : আপনি ঠিকই বলেছেন, কিন্তু তার মধ্যে একটা চাবিও আলমারিতে লাগে না।

****

এক ঘণ্টা পরে যাও
এক কঞ্জুস কৃষক হঠাৎ করে কুয়োতে পড়ে গেল। স্ত্রী উপর থেকে চিৎকার করে বলল-
স্ত্রী : আমি এখনই ক্ষেত থেকে মজুরদের ডেকে এনে তোমাকে উদ্ধার করছি।
কৃষক : এখন ক’টা বাজে?
স্ত্রী : এগারোটা।
কৃষক : তাহলে এক ঘণ্টা পরে যাও। তখন ওদের খাবার ছুটি হবে। ততক্ষণ আমি সাঁতার কেটে থাকতে পারব।

****

দশ মিনিটের বক্তৃতা
মন্ত্রী তার সেক্রেটারিকে বললেন দশ মিনিটের একটা বক্তৃতা লিখে দিতে। সেক্রেটারি বক্তৃতা লিখে মন্ত্রীকে দিলেন। কিন্তু পড়তে গিয়ে মন্ত্রী দেখলেন বক্তৃতা তিরিশ মিনিটেও শেষ হচ্ছে না। রেগে-মেগে মন্ত্রী ডাকলেন সেক্রেটারিকে।
মন্ত্রী : কী ব্যাপার, বক্তৃতা এত বড় কেন?
সেক্রেটারি : স্যার, বক্তৃতা দশ মিনিটেরই আছে। আপনাকে আমি তিনটি কপি দিয়েছি।

****

আরশোলা মরলে তো
ক্রেতা: আপনার দোকানে আরশোলা মারার ওষুধ পাওয়া যাবে?
দোকানি : হ্যাঁ, যাবে।
ক্রেতা : আরশোলা মারার পাপ আপনার হবে না আমার?
দোকানি : কারোরই হবে না।
ক্রেতা : কেন?
দোকানি : আরশোলা মরলে তো!

****

চুরির জরিমানা
বিচারক : তাহলে তুমি স্বীকার করছ যে স্যুটটা তুমিই চুরি করেছ?
চোর : জি, হুজুর।
বিচারক : তোমাকে এক হাজার টাকা জরিমানা করা হল।
চোর : আটশ’ টাকা করুন হুজুর।
বিচারক : কেন?
চোর : স্যুটটা ফিটিং করতে দুইশ’ টাকা খরচ হয়ে গেছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।