আজকের জোকস : আজ প্রমিজ ডে


প্রকাশিত: ০৫:০২ এএম, ২২ অক্টোবর ২০১৬

আজ প্রমিজ ডে
প্রেমিক-প্রেমিকা ফোনে কথা বলছে-
প্রেমিকা : এই, এই শোন না?
প্রেমিক : বল।
প্রেমিকা : আজকে কি দিন বলতো?
প্রেমিক : প্রপোজ ডে নাকি?
প্রেমিকা : আরে ধুরর... সেটা তো অনেক আগেই চলে গেছে। আজকে প্রমিজ ডে বুঝলা?
প্রেমিক : হুম বুঝলাম। তাহলে প্রমিজ করো আজ থেকে ঝগড়া করবে না?
প্রেমিকা : আমি ঝগড়া করি? আচ্ছা থাক করবো না।
প্রেমিক : মিস কল দেবে না।
প্রেমিকা : আচ্ছা বাবা দেব না।
প্রেমিক : দেখা করতে লেট করবে না।
প্রেমিকা : আচ্ছা, আচ্ছা করবো না।
প্রেমিক : শপিং করে নিতে চাইবে না?
প্রেমিকা : কী কিপ্টার কিপ্টা। তোর সাথে প্রেমই করব না।
প্রেমিক : আরে আরে। এই মাত্র না প্রমিজ করলে ঝগড়া করবে না?
প্রেমিকা : আরে রাখ তোর প্রমিজ। কাইষ্টার কাইষ্টা, লোড দিতে বললে ২০ টাকা দিস। ফকির, তোর চৌদ্দগুষ্ঠি ফকির।

****

বার্গার অথবা চুমু
স্ত্রী স্বামীকে বলছে-
স্ত্রী : শুনছো, দরজার লকটা নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দাওতো।
স্বামী : আমি কি কাঠমিস্ত্রী নাকি?

কিছু সময় পর-
স্ত্রী : শুনছো, ড্রয়িংরুমের লাইটা জ্বলছে না। দেখতো কী হয়েছে?
স্বামী : আমি কি মেকানিক নাকি?

বিকেলে অফিস থেকে এসে স্বামী দেখে দরজা আর লাইট ঠিক হয়ে গেছে-
স্বামী : এগুলো কে ঠিক করল?
স্ত্রী : আমাদের প্রতিবেশী। বিনিময়ে তিনি বার্গার অথবা একটা চুমু দিতে বললেন।
স্বামী : তুমি নিশ্চয়ই তাকে বার্গার দিয়েছ?
স্ত্রী : আমি কি ফাস্টফুডের দোকান নাকি...

****

কয়েলের পরিবর্তে সিগারেট
এক ব্যক্তি গ্রামের সব সিগারেটখোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন।

কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন-
ব্যক্তি : এ থেকে আপনারা কি শিখলেন?
সিগারেটখোর : এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।

****

তুমি আমারে মারলা
গভীর রাত! বল্টু আর বল্টুর গার্লফ্রেন্ড একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ বল্টু আকাশের দিকে তাকিয়ে গার্লফ্রেন্ডকে বলল-
বল্টু : ওই তারাটা কে জানো?
গার্লফ্রেন্ড : কে?
বল্টু : ওইটা হইলা তুমি।
এই শুনে গার্লফ্রেন্ড বল্টুর গালে একটা কষিয়ে চড় দিল।
বল্টু : তুমি আমারে মারলা?
গার্লফ্রেন্ড : অতো উচার থেকে পইরা গেলে মইরা যামু না!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।