আজকের জোকস : ঘোড়াটা ফোন করেছে


প্রকাশিত: ০২:০৬ এএম, ২১ অক্টোবর ২০১৬

ঘোড়াটা ফোন করেছে
একদিন স্ত্রী তার স্বামীর মাথায় ফ্রাইপ্যান দিয়ে একটা বাড়ি মারল-
স্বামী : উহ! আমায় কেন মারলে?
স্ত্রী : গতকাল আমি তোমার প্যান্টের পকেটে একটা কাগজ পেয়েছি যাতে লেখা ছিল ‘জেরিন’।
স্বামী : ও, গত সপ্তাহে আমি একটা ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলাম আর ‘জেরিন’ আমার সেই ঘোড়াটার নাম।
স্ত্রী : ও, সরি। আমি তোমাকে ভুল বুঝেছি।

পরদিন সকালে স্ত্রী আবার স্বামীর মাথায় ফ্রাইপ্যান দিয়ে আরও জোরে বাড়ি মারল-
স্বামী : আবার কেন মারলে?
স্ত্রী : কারণ তোমার ঘোড়াটা ফোন করেছে।

****

কুকুর ধাওয়া করেছিলো
মা : বাজার থেকে ফিরতে এতো দেরি হলো কেন?
শামস : একটা কুকুর উল্টো দিকে ধাওয়া করেছিলো তাই।
মা : বাজারের ব্যাগটা কই?
শামস : ভয়ে ব্যাগটা কুকুরের দিকে ছুড়ে মেরেছি, তারপরও কুকুরটা ধাওয়া করছিলো।
মা : রাস্তার পাশ থেকে পাথর ছুড়ে মারলে না কেন?
শামস : পাথর মেরেছি তো...
মা : কখন? পাথর মারার পর কি হলো?
শামস : আমি যখন পাথর ছুড়ে মারলাম তখন কুকুরটা ঘুমাচ্ছিলো। এরপর ঘুম ভেঙে কুকুরটা আমাকে ধাওয়া করা শুরু করলো।

****

মাফ চেয়ে দিল এক দৌড়
রতনের ছেলেগুলোর নামও ছিল আজব। পঁচা, বাসি, গন্ধ আর ময়লা। একবার রতনের বন্ধু বেড়াতে এলো বাড়িতে। গ্রামে আসতে তার বন্ধুকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই বন্ধুর অনেক ক্ষুধা লাগলো এবং তাড়াতাড়ি খাবার চাইল।
রতন : একটু সময় দে, পোলাও কোরমা রান্না করি।
বন্ধু : আরে ওসব লাগবে না, যা আছে তাই দে।
রতন : পঁচা, ভাত আন। বাসি, তরকারী আন।

ভাব ভালো না দেখে বন্ধু বললো-
বন্ধু : থাক দোস্ত, আমি খাব না।
রতন : এতো কষ্ট করে এসেছো। তোমাকে কি না খাইয়ে ছাড়বো? গন্ধ, ডাল আন। আর ময়লা, পানি আন।

বন্ধু পা ধরে মাফ চেয়ে দিল এক দৌড়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।