আজকের জোকস : কীভাবে আম কুড়াবে
কীভাবে আম কুড়াবে
ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?
মামা : তুই কি তাও জানিস না?
ভাগ্নে : না, মামা।
মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কীভাবে আম কুড়াবে?
****
চারটি ইংরেজি বাক্য
গৃহশিক্ষক : গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে, তা শিখেছ?
ছাত্র : নো স্যার।
গৃহশিক্ষক : কেন?
ছাত্র : আই অ্যাম বিজি নাউ।
গৃহশিক্ষক : যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে।
ছাত্র : ডোন্ট ডিস্টার্ব মি!
গৃহশিক্ষক : কী! এত বড় সাহস!
ছাত্র : ইউ শাট আপ!
গৃহশিক্ষক : বেয়াদব ছেলে! তোমাকে আমি পড়াবো না!
ছাত্র : কেন স্যার? আমি তো চারটি ইংরেজি বাক্যই বলতে পেড়েছি !
****
দূরসম্পর্কের আত্মীয়
ট্রেনের দুই যাত্রীর মধ্যে কথা হচ্ছে-
প্রথম যাত্রী : আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?
দ্বিতীয় যাত্রী : আহ! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
প্রথম যাত্রী : কেন?
দ্বিতীয় যাত্রী : কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!
****
জন্মদিনের নেকলেস
স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন–
স্বামী : কাল তোমার জন্মদিন তাই নেকলেসটা এনেছি।
স্ত্রী : কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে।
স্বামী : হ্যাঁ বলেছিলাম। কিন্তু ইমিটেশনের টিভি এখনো বাজারে পাওয়া যায় না।
এসইউ/এমএস