আজকের জোকস : কম্বল এখন খাচ্ছে


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৩ অক্টোবর ২০১৬

কম্বল এখন খাচ্ছে
নতুন বিয়ে হয়েছে। শীতকাল। রাতে ছেলে তাড়াতাড়ি খেয়ে শুতে গেছে। বউ শুতে আসছে না দেখে মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করল-
ছেলে : মা কম্বল কই?
মা : কেন বাবা, বিছানায় তো আছে।

ছেলে চলে গেল। একটু পরেই ছেলে ফিরে এসে জিজ্ঞাসা করল-
ছেলে : মা কম্বল কই?
মা : কেন, বিছানায় তো ছিল।

ছেলে আবার কিচুক্ষণ পরে ফিরে এসে জিজ্ঞাসা করল-
ছেলে : মা কম্বল ছাড়া ঘুম আসে না।

সব বুঝতে পেরে ছেলের বাপ আর রাগ চাপতে পারলেন না-
বাবা : বেটা ফাজিল, শুইতে যা, কম্বল এখন খাচ্ছে।

****

সূর্য পশ্চিম দিকে উঠবে
শিক্ষক : বল তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র : আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক : কেন?
ছাত্র : কারণ আম্মু বলেছেন আমি যেদিন পাস করব, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি। তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না।

****

কোন চাকা পাংচার হয়েছিল
চার বন্ধু মিলে পরীক্ষা না দেওয়ার প্ল্যান করল। পরীক্ষা শেষ হওয়ার আগে-আগে পরীক্ষার হলে ঢুকে শিক্ষককে বলল-
চার বন্ধু : স্যার, আমাদের গাড়ির চাকা পাংচার হইছিল।
স্যার : সমস্যা নাই, তোদের পরীক্ষা হবে। ১টা প্রশ্ন দিচ্ছি, সময় ১০ মিনিট, চারজন চার রুমে বসে পরীক্ষা দিবি, উত্তর সঠিক হলে ১০০ পাবি।

চারজনই খুব খুশি। চারজন চার রুমে গিয়ে বসল। স্যার এসে প্রশ্ন দিয়ে গেলেন- ‘গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল?’

****

অলংকার কিনে দিয়েছ
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী : কাল রাতে একটি স্বপ্ন দেখেছি।
স্বামী : কী স্বপ্ন দেখলে?
স্ত্রী : দেখলাম, তুমি আমাকে বেশ কিছু হীরার অলংকার কিনে দিয়েছ!
স্বামী : আরে, আমিও তো একই রকম স্বপ্ন দেখেছি!
স্ত্রী : কী দেখেছ, তুমি?
স্বামী : আমি দেখেছি, তোমাকে অলংকারগুলো কিনে দেওয়ার সময় আমাদের সঙ্গে তোমার বাবাও ছিলেন। আর অলংকারগুলোর পুরো টাকাই তো তোমার বাবা দিয়ে দিলেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।