আজকের জোকস : দু’জনকে মেরে আত্মহত্যা


প্রকাশিত: ০৫:১০ এএম, ০২ অক্টোবর ২০১৬

দু’জনকে মেরে আত্মহত্যা
চায়ের দোকানে আড্ডা হচ্ছে। এক ভদ্রলোক বললেন-
ভদ্রলোক : ঘটনা শুনেছেন। গত রাতে আমাদের এলাকার মজনু সাহেব বাড়িতে ফিরে দেখেন, স্ত্রী তার এক বন্ধুর সঙ্গে শুয়ে আছেন। তিনি রাগ দমাতে না পেরে সঙ্গে সঙ্গে রিভলবার বের করে গুলি করে দু’জনকে মেরে নিজেও আত্মহত্যা করলেন।
অপরজন : এটা তো তেমন কিছুই নয়, ঘটনা আরো সাংঘাতিক হতে পারত।
ভদ্রলোক : কি বলেন? এক সাথে ট্রিপল ট্রাজেডি, আর আপনি বলছেন কিছুই না, আরো সাংঘাতিক হতে পারত? তো কি সাংঘাতিক হতে পারত?
অপরজন : গতকাল যদি সোমবার না হয়ে বৃহস্পতিবার হতো তাহলে ওই গুলিটা আমাকে খেয়েই মরতে হতো।

****

জাহাজ ডাঙায় কেন
গোপালের সাথে এক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিচ্ছেন রামবাবু-
রামবাবু : বুঝলে গোপাল, ইনি হলেন শ্রী বিদ্যাচরণ মিশ্র। তোমার মতো অকাট মূর্খ নন, রীতিমত যাকে বলে বিদ্যার জাহাজ!
গোপাল : তা জাহাজই যখন ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না!

****

অন্ধকারে লিখতে পারো
ছেলে : বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?
বাবা : পারি। কি লিখতে হবে?
ছেলে : বেশি কিছু না বাবা। শুধু আমার রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে।

****

ঘরে চোর এসেছিল
রফিক : কাল রাতে ঘরে চোর এসেছিল।
শফিক : বলিস কী!
রফিক : ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকা-পয়সা খুঁজছে।
শফিক : তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই?
রফিক : না…
শফিক : তবে?
রফিক : আমিও তার সাথে টাকা-পয়সা খুঁজতে শুরু করছিলাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।