আজকের জোকস : জুকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

জুকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একদিন ঘুম থেকে উঠে দেখলেন, কেউ একজন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে!

তৎক্ষণাৎ তিনি ফোন করলেন নিজ অফিসের এক কর্মচারীকে। ‘কত বড় সাহস! আমার আ্যাকাউন্ট হ্যাক করে! এক্ষুণি খুঁজে বের করো ওই হ্যাকারকে। এক ঘণ্টার মধ্যে আমি ওর নাম-ঠিকানা জানতে চাই।’ চিৎকার করে বললেন জুকারবার্গ।

ভয়ে কাঁপতে কাঁপতে বলল কর্মচারী, ‘অবশ্যই, স্যার। আমরা এক্ষুণি তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি।’

জুকারবার্গ : পুলিশের হাতে তুলে দিতে কে বলল! ওকে বলো, আমার কোম্পানিতে ভালো বেতনে ওর জন্য একটা চাকরি আছে!

****

এটা ফেসবুক না
সজীবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে-
পাত্রীর বাবা : বাবা, তোমার উচ্চতা কত?
সজীব : পাঁচ ফুট দশ ইঞ্চি।

পাশ থেকে তার মা খোঁচা দিয়ে ফিসফিস করে বললেন-
মা : চুপ কর গাধা, এটা ফেসবুক না।

****

সোনার দাঁত দেখে
ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে এসে ঢুকলেন মণ্ডল সাহেব।
মণ্ডল : ইন্সপেক্টর সাহেব, ছিনতাইকারী আমার টাকা-পয়সা, মানিব্যাগ, ঘড়ি- সব ছিনিয়ে নিয়ে গেছে। আমি টুঁ শব্দটাও করিনি!
ইন্সপেক্টর : আরে, বলছেন কী জনাব, আপনার সব নিয়ে গেল, আর আপনি কিছুই বললেন না!
মণ্ডল : বোকা নাকি? মুখ খুললেই তো ছিনতাইকারীরা আমার সোনার দাঁত দেখে ফেলত!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।