আজকের জোকস : কথা বলা ঘড়ি


প্রকাশিত: ০১:৫৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

কথা বলা ঘড়ি
বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রাকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে-
রাকিব : এটা কী?
বন্ধু : এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রাকিব : তাই নাকি? দেখি তো কেমন কথা বলে?

এ কথা শুনে রাকিবের বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করল। প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন-
প্রতিবেশী : নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে?

****

পাশের বাড়ি আগুন
ফায়ার সার্ভিস অফিসে একটা ফোন এল-
গ্রাহক : হ্যাঁলো, এটা কি ফায়ার সার্ভিস অফিস?
অফিস : হ্যাঁ, বলুন।
গ্রাহক : দেখুন, মাত্র কিছুদিন হলো আমি আমার ফুলের বাগান করেছি। ছোট্ট সুন্দর বাগান, নানা জাতের ফুল ফুটেছে...
অফিস : আগুন লেগেছে কোথায়?
গ্রাহক : গোলাপের চারাগুলো খুব দামি, অর্ডার দিয়ে বিদেশ থেকে আনিয়েছি...
অফিস : কোথায় আগুন লেগেছে তা-ই বলুন, শিগগির।
গ্রাহক : তাই তো বলছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো এক্ষুণি আসবেন। তাই আগে থেকেই অনুরোধ করছি, আগুন নেভানোর ফাঁকে একটু পানি ছিটিয়ে দিয়েন। অনেক দিন পানি দেওয়া যাচ্ছে না।

****

পকেটে ঢুকিয়ে দিয়েছি
ছেলে : মা আজ বাসে একদম দুষ্টুমি করিনি। কমলা আর কলার খোসা জানালা দিয়েও ফেলিনি।
মা : তাহলে খোসাগুলো কী করেছ?
ছেলে : পাশের লোকের পকেটে ঢুকিয়ে দিয়েছি।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।