আজকের জোকস : এক্কেরে কাইট্টা হালবাম


প্রকাশিত: ০৫:১০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

এক্কেরে কাইট্টা হালবাম
ঢাকা টু ময়মনসিংহের বাসে একবার ডাকাত পড়ল! ডাকাত দল পুরো বাস তাদের নিয়ন্ত্রণে নিল! এবার শুরু হবে লুটপাট! ডাকাতের সর্দার ইয়া লম্বা একটা ছোরা বের করে ঘোরাতে ঘোরাতে সবাইকে উচ্চ কণ্ঠে বলছে-
ডাকাত : দিয়া হালাইন গো, যা আছে সব দিয়া হালাইন!

সবাই যার যা আছে বের করে দিতে শুরু করল! এক লোক তার টাকা-পয়সা সব দিতে দিতে ‘দিয়া হালাইন’ কথাটা শুনে আর হাসি ধরে রাখতে পারছিলেন না! হেসেই ফেললেন!

তখন ডাকাতের সর্দার তার হাসি দেখে চোখ গরম করে বলে উঠল-
ডাকাত : দিয়া আবার হাসুইন? এক্কেরে কাইট্টা হালবাম!

****

কখনো মাছ ধরতে গেছেন
গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ।
বল্টু : অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন?
পুলিশ : আপনি কি কখনো মাছ ধরতে গেছেন?
বল্টু : হ্যাঁ! কিন্তু কেন?
পুলিশ : কখনো কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?

****

সোজা লন্ডন চল
প্লেন টেক-অফ করার কিছুক্ষণ পরেই পাইলট নিজের পিঠে রিভলবারের খোঁচা অনুভব করলেন।
যাত্রী : সোজা লন্ডন চল।
পাইলট : জনাব, আমরা তো লন্ডনেই যাচ্ছি।
যাত্রী : তা জানি, কিন্তু এর আগে দুইবার লন্ডনের টিকেট কেটেও লন্ডন যেতে পারিনি। হাইজ্যাকারের কবলে পড়ে আমাকে একবার আফ্রিকা আরেকবার চীনে যেতে হয়েছে। এবার আমি লন্ডনেই যেতে চাই।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।