আজকের জোকস : ১০ হাজার টাকা পুরস্কার


প্রকাশিত: ০২:১৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

১০ হাজার টাকা পুরস্কার
ভোরবেলায় রাস্তায় গাড়ি থামিয়েছে এক পুলিশ অফিসার-
পুলিশ : আপনি জানেন আজ নিরাপত্তা দিবস?
চালক : জানি স্যার। কিন্তু কেন?
পুলিশ : আপনি দিনের প্রথম সিটবেল্ট পরিধানকারী হিসেবে ১০ হাজার টাকা পুরস্কার পেতে যাচ্ছেন।
চালক : তাই নাকি স্যার?
পুলিশ : আচ্ছা, তুমি এই টাকা দিয়ে কী করবে?
চালক : এই টাকা দিয়ে ড্রাইভিং টেস্ট দিয়ে সত্যিকারের একটা লাইসেন্স নেব।

****

টয়লেট পরিষ্কার করি
একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে বসল-
বাবা : তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন?
ছেলে : কেন বাবা আমি তো কথা বলি।
বাবা : তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না।
ছেলে : কেন বাবা, আমি তো প্রতিবাদ করি।
বাবা : কই করিস? আমি যে দেখি না।
ছেলে : কেন বাবা, তুমি বকা দিলে আমি টয়লেটে যাই।
বাবা : টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস?
ছেলে : টয়লেট পরিষ্কার করি।
বাবা : টয়লেট পরিষ্কার করলে কি রাগ কমে?
ছেলে : কেন আমি তোমার দাঁত পরিষ্কার করার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করি।

****

ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল
এক বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে। প্রচুর মদ পান আর খাওয়া দাওয়ার পরে ধনী লোকটি ঘোষণা করলেন, ‘যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে। তাকে এক কোটি টাকা দেওয়া হবে অথবা তার কাছে সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন।’

কথাটি শেষ না হতেই ঝপাং করে একটি শব্দ হলো। দেখা গেল একজন প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে। সবাই পাড় থেকে লোকটাকে অজস্র উৎসাহ জুগিয়ে চলল। লোকটা কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পাড়ে উঠলো।

ধনী এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন, ‘আমি বিশ্বাস করতে পারিনি যে, এত সাহস দেখানোর মত ক্ষমতা কারো থাকতে পারে। ইয়াং ম্যান তুমি কি চাও? আমার কন্যা, না এক কোটি টাকা?’ লোকটি তখনো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, ‘আমি আপনার কন্যাকেও চাই না, আপনার এক কোটি টাকাও পেতে চাই না। আমি শুধু সেই ব্যাটাকে একবার হাতের কাছে পেতে চাই- যে ব্যাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।