আজকের জোকস : গরু রচনা লেখা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

গরু রচনা লেখা
গরু রচনা লেখার আগে শিক্ষক অনেকগুলো সূত্র ছাত্রদের বুঝিয়ে বললেন। সবাই তা ঠিকমত বুঝেছে কিনা তা আবার পরখ করে নিচ্ছেন-
শিক্ষক : আচ্ছা তুমি বলো তো তোমার পায়ের জুতা কী দিয়ে তৈরি হয়?
ছাত্র : চামড়া দিয়ে স্যার।
শিক্ষক : চামড়া কোথায় পাওয়া যায়?
ছাত্র : গরুর গা থেকে।
শিক্ষক : আচ্ছা, এখন বলো দেখি, কোন সে জীব, যে তোমাদের পায়ের জুতো জোগায়, আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে?
ছাত্র : আমার বাবা, স্যার।

****

ইঁদুরের চন্দ্রবিন্দু
ইঁদুর বানান লিখতে ভুল করায় শিক্ষক ছাত্রকে ভর্ৎসনা করছেন-
শিক্ষক : ইঁদুর লিখতে গিয়ে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন?
ছাত্র : এই ইঁদুরটাকে বিড়াল তাড়া করেছিল কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে স্যার।

****

পাইলটের হেডফোন
বিমান চলছে। এক প্যাসেঞ্জার হঠাৎ করে হুড়মুড় করে বিমানের পাইলটের কক্ষে ঢুকে পড়লো। পাইলট তো অবাক। পাইলটকে আরও অবাক করে দিয়ে লোকটা পাইলটের হেডফোনটাকে ছিনিয়ে নিল।
তারপর বলল, ‘বেটা ফাজিল! আমরা টাকা দেব আর তুমি এখানে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনবা!’

****

লবণ ছিটিয়ে দিন
কলম মিয়ার মুলার ক্ষেত পোকায় খেয়ে শেষ করে দিচ্ছে। তাই সে গেল কৃষি বিশেষজ্ঞের কাছে।
কলম মিয়া : ডাক্তার সাব, আমার মুলার ক্ষেত তো পোকায় খেয়ে শেষ করে দিল। এখন কী করি?
কৃষি বিশেষজ্ঞ : আপনি এক কাজ করুন। পুরো ক্ষেতে লবণ ছিটিয়ে দিন।
কলম মিয়া : আহা! কী পরামর্শ? নুন ছাড়াই খেয়ে শেষ করি ফেইলছে আর নুন দিলে তো কথাই নেই।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।