৫৩ ব্যাচে ক্যাডেট নিচ্ছে মেরিন একাডেমি


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২২ আগস্ট ২০১৬

বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩ ব্যাচে ‘নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট’ নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেরিন একাডেমি
ব্যাচের নাম: ৫৩ ব্যাচ

পদের নাম: নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি। এসএসসিতে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০। তবে এইচএসসিতে পদার্থ ও গণিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে জিপিএ ৩.০০ বা আইইএলটিএসের স্কোর গড়ে ৫.৫। এছাড়া ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেড।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুযায়ী
দৃষ্টিশক্তি: নটিক্যালে ৬/৬ ও ইঞ্জিনিয়ারিংয়ে ৬/১২।

বয়স: ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সর্বোচ্চ ২১ বছর।
শর্ত: শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১,০০০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা সোনালী ব্যাংকের ওয়েবসাইট sonalibank.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০১৬

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।