আজকের জোকস : পশু-পাখির ফেসবুক স্ট্যাটাস


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২১ আগস্ট ২০১৬

পশু-পাখির ফেসবুক স্ট্যাটাস
আসুন দেখা যাক পশু-পাখিরা ফেসবুকে থাকলে তাদের স্ট্যাটাস কেমন হত-
তেলাপোকা : আজ বহুত কষ্টে এক মাইয়ার পায়ের তলা থাইক্যা বাঁচলাম। আমারে দেইখ্যা যে চিৎকারটা না দিলো, অল্পের জন্য হার্ট অ্যাটাক করি নাই। আল্লাহ বাঁচাইছে।

বিড়াল : হায় আল্লাহ, এ কী বিপদে পড়লাম! আমার সাত নাম্বার বাচ্চা জানতে চাইতেছে ওর বাপ কে! কী জবাব দিব বুঝতেছি না। আমি নিজে জানলে তো!

শুকর : কোন পাজি যে ছড়াইতেছে, আমরা নাকি ফ্লু ছড়াইতাছি। একবার খালি পাইয়া লই।

মুরগী : কাল থেকে যদি আমার স্ট্যাটাস না পান তবে বুঝবেন ফাস্ট ফুডে আমারে সার্ভ করা হইতেছে।

মশা : সবাই ভালো থাকবেন। আজকের এই স্ট্যাটাস হয়ত বা আমার শেষ স্ট্যাটাস। আমার এইডস হইছে। কোন দুঃখে যে ওর রক্ত খাইতে গেছিলাম। আমি আর এ পৃথিবীতে মুখ দেখাবো কেমনে? তাই মৃত্যুই শ্রেয়। বিদায় বন্ধু বিদায়।

****

বাবা-ছেলের পত্রালাপ
ছেলে বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখল-
শ্রদ্ধেয় বাপ, পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা? টাকার দরকার তাই, কিছু টাকা চাই। ইতি কানাই।

বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন-
জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা? টাকার খুব অভাব। ইতি তোর বাপ।

****

মুরগির সড়ক দুর্ঘটনা
একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল। আর মুরগির মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে হঠাৎ মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল। আর তখনই মুরগির মালিকের চিৎকার-
‘বাহ! সাবাস মুরগি, সাবাস। জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না। সাবাস!’

****

মুখ বন্ধ রাখার ফল
মহিলা : আমার স্বামী ঘরে এসেই আমাকে মারধর শুরু করে দেয়।
সাধু বাবা : সে যখনই বাসায় আসবে; তখনই এই তাবিজ তোর দাঁতের নিচে লাগিয়ে দিবি।

পাঁচ দিন পর-
মহিলা : বাবাজি তাবিজ দাঁতের নিচে লাগানোর পর এত ফায়দা হল যে, সে এখন আমাকে কিছুই বলে না।
সাধু বাবা : এটা তাবিজের ফল না, এটা তোর মুখ বন্ধ রাখার ফল।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।