আজকের জোকস : আমার বাবার চেকবই


প্রকাশিত: ০৩:২১ এএম, ১৯ আগস্ট ২০১৬

আমার বাবার চেকবই
শিক্ষক : আচ্ছা হাবলু, বলো তো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকারি?
হাবলু : আমার বাবার চেকবই স্যার।
শিক্ষক : বলিস কিরে!
হাবলু : ঠিকই তো বলেছি স্যার। বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেকবই না থাকলে এই স্কুল কি আমাকে পড়াবে, স্যার!

****

মাখনের বদলে স্যাভলন
বিয়ের পরদিন সকালের নাশতায় রুটিতে কামড় দিয়ে স্বামী বলল-
স্বামী : একি! রুটিতে এটা কী লাগিয়েছ?
নতুন বউ : রুটি পুড়ে গেছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম। ভালো হয়নি খেতে?

****

ধাক্কা দিতে নয়
স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে লাহিড়ীর। যেতে যেতে বলছে-
লাহিড়ী : ভগবান আমি যেন ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারি, আমাকে সাহায্য কর!

হঠাৎ সে হোঁচট খেল। হোঁচট খেয়ে বলল-
লাহিড়ী : ভগবান তোমাকে সময়মত স্কুলে পৌঁছে দিতে বলেছি, ধাক্কা দিতে নয়।

****

বাস আর সাইকেলের পার্থক্য
বিল্টু ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক : বিল্টু, বল তো দেখি, বাস আর বাইসাইকেলের মধ্যে পার্থক্য কী?
বিল্টু : স্যার, বাস আর সাইকেলের মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে। আর এই পার্থক্যের দিক থেকে বাইসাইকেলই সবচেয়ে জুতসই বাহন মনে হয়।
শিক্ষক : পণ্ডিতি না করে শিগগির বলে ফেল।
বিল্টু : স্যার, পার্থক্যটা হলো- বাইসাইকেল চলার সময় তার স্ট্যান্ড সঙ্গে রাখে। কিন্তু বাস তার স্ট্যান্ডটিকে ফেলে রেখে যায়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।