আজকের জোকস : বাঘের পায়ে গুলি


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৭ আগস্ট ২০১৬

বাঘের পায়ে গুলি করেছে
শিয়াল যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখল, রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে-
শিয়াল : হুজুর, রাস্তার ওপর বসে আছেন যে? কোনো তকলিফ? থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির।
বাঘ : আর বলো না শেয়াল, এক শিকারি পায়ে গুলি করেছে। হাঁটতেই পারছি না।
শিয়াল : তো ব্যাটা নবাবের মতো রাস্তার মাঝখানে বইসা আছিস ক্যান? রাস্তা ছাড়!

****

তুমি ঘোরাচ্ছ না কেন
মঞ্চ নাটকের মহড়া চলছিল। প্রশিক্ষক চিৎকার করে বললেন, ‘সবাই আকাশের দিকে মুখ করে শুয়ে পড়! দুই পা ওপরে তোলো!’
নাট্যকর্মীরা চটজলদি তা-ই করলেন। প্রশিক্ষক আবার বললেন, ‘এখন, সাইকেল চালাও!’
নাট্যকর্মীরা সবাই অদৃশ্য সাইকেলের প্যাডল ঘোরাতে লাগলেন। কিছুক্ষণ করার পর এক নাট্যকর্মী হঠাৎ পা স্থির করলেন। প্রশিক্ষক ধমকের সুরে বললেন, ‘হেই! তুমি ঘোরাচ্ছ না কেন?’ নাট্যকর্মী বললেন, ‘অনেকক্ষণ প্যাডল ঘুরিয়েছি। এখন সাইকেলটা নিজ থেকেই চলছে!’

****

সুন্দরী মেয়ের দেখা হবে
একদিন এক ব্যাঙ ভাগ্য পরীক্ষা করার জন্য জোতিষীর কাছে গেলো-
জোতিষী : খুব শীঘ্রই এক সুন্দরী মেয়ের সাথে তোমার দেখা হবে। মেয়েটি তোমার সম্পর্কে সবকিছু জানে।
ব্যাঙ : চমৎকার! তার সঙ্গে আমার কোথায় দেখা হবে? পার্টিতে নাকি অন্য কোথাও?
জোতিষী : না! মেয়েটির বায়োলজি ক্লাসে।

****

রুটিটার উপরেই বসা
শীতের মাঝরাতে হোটেলে রুটি আর মাংস খেতে খেতে-
ভদ্রলোক : বাহ, এই মাঝরাতেও তোমাদের রুটি দেখি বেশ গরম।
ওয়েটার : হবে না স্যার, বিড়ালটা তো রুটিটার উপরেই বসা ছিল।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।