আজকের জোকস : পঞ্চাশটা মেয়ে অপেক্ষা করে


প্রকাশিত: ০৫:১৭ এএম, ১১ আগস্ট ২০১৬

পঞ্চাশটা মেয়ে অপেক্ষা করে
শুভ আর সবুজ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
শুভ : জানিস, প্রতিদিন সকালে পঞ্চাশটা মেয়ে আমাকে দেখার জন্য অপেক্ষা করে!
সবুজ : বলিস কী? ইস! আমার যদি এমন সৌভাগ্য হতো!
শুভ : সমস্যা কী? তুইও আমার মতো মেয়েদের কলেজ বাসের ড্রাইভার হয়ে যা!

****

মশা আর ছারপোকা
হোটেল ম্যানেজার : স্যার, রাতে ভালো ঘুম হয়েছে তো?
বোর্ডার : খুব! আপনার হোটেলের মশা এমন শক্তিশালী যে আমার প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তবে ভাগ্যিস খাটে ছারপোকা ছিল। ওরা আমাকে টেনে ধরে না রাখলে সকালে আমাকে হয়তো অন্য কোথাও পেতেন।

****

বিশ টাকার নোট
হোটেল থেকে নাশতা সেরে এক লোক বেরিয়ে যাচ্ছে। আরেক লোক তখন ম্যানেজারকে একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ্য করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাবার উপক্রম করল।
ম্যানেজার : এই যে ভাই, বিল দিয়ে যান।
ভদ্রলোক : বিল তো দিয়েছি। দেখেন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা বিশ টাকার নোট আছে।

ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই। ড্রয়ারে লাল দাগওয়ালা একটা বিশ টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে। তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরো খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বলল-
ভদ্রলোক : এখন বলুন যে এই ছাতাটাও আপনার।

****

শপিং করতে এসে ঘুম
ঈদের দিন একেবারে ভোরবেলা শপিং কমপ্লেক্সের দারোয়ানের কাছে ফোন এলো-
অপরপ্রান্ত : ভাই, আপনাদের শপিং কমপ্লেক্স কখন খুলবেন?
দারোয়ান : স্যার আজ তো ঈদের দিন। আজ আর খোলা হবে না। একেবারে ঈদের তিন দিন পর খুলব।
অপরপ্রান্ত : প্লিজ ভাই, আজকে কি একটু খোলা যায় না, মাত্র পাঁচ মিনিটের জন্য? ফোনের ওপাশ থেকে করুণ মিনতি ভেসে এলো।
দারোয়ান : কেন ভাই, আপনার কী এমন জরুরি দরকার? এই ঈদের দিনে আবার কী কিনবেন?
অপরপ্রান্ত : না ভাই, কিছু কিনব না। শপিং কমপ্লেক্স থেকে বের হবো। কাল রাতে বউ-বাচ্চা নিয়ে শপিং করতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।