আজকের জোকস : ট্যুরিস্ট পাওয়া যায় না


প্রকাশিত: ০৫:২৫ এএম, ১০ আগস্ট ২০১৬

ট্যুরিস্ট পাওয়া যায় না
মফস্বল শহরে বেড়াতে এসে একজন ট্যুরিস্ট একটা রেস্তোরাঁয় ঢুকল। ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিল। খাওয়া শেষে-
ট্যুরিস্ট : বিল কত হলো?
ওয়েটার : বিল পঁচিশ টাকা।
ট্যুরিস্ট : এত দাম ডিমের? তোমাদের এখানে কি ডিম পাওয়া যায় না?
ওয়েটার : ডিম পাওয়া যায়, কিন্তু ট্যুরিস্ট পাওয়া যায় না।

****

আলো বেয়ে আকাশে
প্রথম বন্ধু : আমি আকাশের দিকে টর্চের আলো ফেলব, তুই যদি আলো বেয়ে আকাশে উঠতে পারিস তাহলে তোকে এক হাজার টাকা দেব।
দ্বিতীয় বন্ধু : আমি উঠব না?
প্রথম বন্ধু : তার মানে তুই পারবি না।
দ্বিতীয় বন্ধু : অবশ্যই পারব। কিন্তু আমি অর্ধেক ওঠার পর যদি তুই আলো নিভিয়ে দিস, তাহলে তো আমি পড়ে যাব এবং আমার হাত-পা ভাঙবে। আমাকে তুই পাগল পেয়েছিস?

****

ব্যাগের ভেতর কী
পিন্টু একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছিল। এমন সময় দেখা হলো সেন্টুর সাথে।
সেন্টু : ব্যাগের ভেতর কী আছে রে?
পিন্টু : পেয়ারা।
সেন্টু : একটা দে না ভাই।
পিন্টু : আহা! কয়টা আছে বলতে পারলে তিনটাই দিয়ে দেবো।

****

আর কতো দূরের জিনিস
দিপু : চলতো টিপু চোখের ডাক্তারের কাছে যাই।
টিপু : কেন?
দিপু : আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।
টিপু : তোর চোখ তো একদম ঠিক আছে।
দিপু : তুই কী করে বুঝলি?
টিপু : ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?
দিপু : হ্যাঁ পাচ্ছি!
টিপু : তাহলে আর কতো দূরের জিনিস দেখবি?

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।