আজকের জোকস : একেই পরিবেশ বলে


প্রকাশিত: ০২:১৯ এএম, ০৪ আগস্ট ২০১৬

একেই পরিবেশ বলে
পটকা কোনো দিন ক্লাসে পড়া পারে না। পড়া ধরলেই সে ভূলে যায়। কিন্তু সেদিন ভজন স্যার পড়া ধরায় তাকে দাঁড়াতে হলো।
স্যার : পটকা বলতো পরিবেশ বলতে কী বোঝায়?
পটকা : (মাথা চুলকে) স্যার পড়েছিলাম, কিন্তু ভুলে গেছি।
স্যার : কতটুকু মনে আছে?
পটকা : স্যার শেষটুকু মনে আছে।
স্যার : শেষটুকু বললেই হবে।
পটকা : একেই পরিবেশ বলে।

****

মাগার ফাটল না
টেবিল টেনিস প্রতিযোগিতায় এলাকায় একজন পয়সাওয়ালা কিন্তু মূর্খ লোককে সভাপতি করা হল। খেলা শেষে সভাপতির ভাষণ দিতে গিয়ে তিনি বললেন-
‘দুই দলের খেলাই দেখলাম ভালো লাগল। মাগার দুই দলের কেউরেই আমি ধন্যবাদ দিমু না। ধন্যবাদ দিমু হেই মুরগিডারে যার ডিমডারে দুই দলে এতই পিটাইল মাগার ফাটল না।’

****

চুলাটা নিশ্চয়ই ভালো
একজন বিখ্যাত বাবুর্চির বাসায় দাওয়াতে এসেছেন তাঁর বেশ কিছু বন্ধু-বান্ধব। যাদের মধ্যে একজন আলোকচিত্রীও আছেন। অতিথি আপ্যায়নের ফাঁকে বাবুর্চির দেখা হয়ে গেল তার আলোকচিত্রী বন্ধুর সঙ্গে-
বাবুর্চি : আরে, বন্ধু! কতদিন পর দেখা হলো তোমার সঙ্গে! তোমার তোলা ছবি আমি দেখেছি। সব ক’টি ছবিই চমৎকার। তোমার ক্যামেরাটা নিশ্চয়ই খুব ভালো আর দামি?

উত্তরে কিছুই বললেন না আলোকচিত্রী। তবে বিদায়ের সময় আলোকচিত্রী বলছেন-
আলোকচিত্রী : বাহ! দারুণ খাওয়া-দাওয়া হলো বন্ধু! রান্না বেশ ভালো ছিল! তোমার চুলাটা নিশ্চয়ই খুবই ভালো আর দামি!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।