আজকের জোকস : দুঃসংবাদই দিতে হচ্ছে
দুঃসংবাদই দিতে হচ্ছে
গাইনোকোলজিস্ট অনেকক্ষণ ধরে রোগিকে পরীক্ষা করে বললেন-
চিকিৎসক : মিসেস রেহানা, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি।
রেহানা : মিসেস নয়, বলুন মিস।
চিকিৎসক : ও আমাকে ক্ষমা করবেন। তাহলে আপনাকে দুঃসংবাদই দিতে হচ্ছে।
****
কত দিতে হবে
রোগি : আমার কানের চিকিৎসার জন্য কত দিতে হবে?
চিকিৎসক : পঞ্চাশ টাকা।
রোগি : অ্যাঁ! কী বললেন, টাকা দিতে হবে না? ধন্যবাদ।
****
পাগল হলেন কিভাবে
চিকিৎসক : আপনি পাগল হলেন কিভাবে?
পাগল : আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম। তার যুবতী মেয়েকে আবার আমার বাবা বিয়ে করেছে। এভাবে আমার বাবা আমার জামাই হল আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা। ওই ঘরে একটা মেয়ে হয়েছিল যা আমার বোন কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম, এভাবে আমি তার নানা হয়ে গেলাম। একইভাবে, আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেলো আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম। আর আমার ছেলে তার দাদার শালা হয়ে গেলো আর...
চিকিৎসক : চুপ! একদম চুপ!! এখন কি আমাকে পাগল বানাবি নাকি?
****
হাতে লম্বা সেলাই
অপারেশন টেবিলে শুয়ে রোগি কাতর চোখে চিকিৎসককে বললো-
রোগি : ডাক্তার সাহেব একটা কথা আছিল।
চিকিৎসক : কি কথা বুঝতে পেরেছি আর বলতে হবে না, সেলাইয়ের সময় যেন ব্যথা না দেই- এই তো?
রোগি : না না, তা নয় ডাক্তার সাহেব, সেলাই তো ভালো মতো করবেনই। লগে আমার শার্টের হাতার বোতামটাও একটু সেলাই করে দিয়েন, ছুইটা গ্যাছে!
এসইউ/এমএস