আজকের জোকস : হানিমুনে গিয়ে


প্রকাশিত: ০৫:২৮ এএম, ১১ জুলাই ২০১৬

হানিমুনে গিয়ে
লাবিব ছোটবেলায় একবার তার বাবাকে জিজ্ঞাসা করেছিল-
লাবিব : আচ্ছা বাবা, তুমি আর মা যখন হানিমুনে গিয়েছিলে তখন আমি কোথায় ছিলাম?
বাবা : যাওয়ার সময় তুই আমার কাছে ছিলি, আসার সময় মায়ের কাছে...!

****

তিনি তো মহিলা
শিক্ষক : মদন তুমি কিন্তু খুব বেশি কথা বল।
মদন : স্যার এটা মানে বংশগত।
শিক্ষক : কী বলতে চাও কী? পরিষ্কার করে বল।
মদন : আমার দাদু রাস্তার হকার ছিলেন। আমার বাবা ছিলেন একজন শিক্ষক।
শিক্ষক : আর তোমার মা?
মদন : তিনি তো মহিলা...!

****

বাবা বলে ডাকবি না
বাবা : এবার পরীক্ষায় পাস না করলে আমাকে কিন্তু আর বাবা বলে ডাকবি না, খবরদার।
বকুল : আচ্ছা বাবা।

পরীক্ষার পর-
বাবা : কি রে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে?
বকুল : আপনি কি আমায় কিছু বলছেন রফিক ভাই?

****

শাজাহান সম্পর্কে
ইতিহাস পরীক্ষার দিন প্রশ্ন এসেছে, শাজাহান সম্পর্কে লেখ-
ক্লাসের ফার্স্টবয় লিখল-
‘শাজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না।’

তা দেখে ছটকু লিখল-
‘শাজাহান বিপদের সময় জাঙিয়া পরতেন না।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।