আজকের জোকস : জীবন দিয়ে করব কী
জীবন দিয়ে করব কী
শিক্ষক : তোমরা আমায় কথা দাও, কখনো সিগারেট খাবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, খাব না।
শিক্ষক : মেয়েদের পিছনে পিছনে ঘুরবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার ঘুরব না।
শিক্ষক : ওদের কখনো ডিস্টার্ব করবে না।
ছাত্ররা : ঠিক আছে স্যার, ডিস্টার্ব করব না।
শিক্ষক : দেশের জন্য জীবন দিয়ে দেবে।
ছাত্ররা : অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবই বা কী!
****
আমি কী করে বলব
ঈদের দিন সকালে বাইরে থেকে কে যেন দরজা নক করছে-
ভেতর থেকে : কে বাইরে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে, আপনি কে আমি কী করে বলব?
****
রাজধানী দেখা যাবে
শিক্ষক : বাবু বল তো নেপালের রাজধানী কোথায়?
ছাত্র : জানি না, স্যার।
শিক্ষক : তাহলে বেঞ্চের উপর দাঁড়াও।
ছাত্র : স্যার, বেঞ্চের উপর দাঁড়ালে কি নেপালের রাজধানী দেখা যাবে?
****
নিউটনের বাবা পারেনি কেন
বাবা আর ছেলের মধ্যে কথোপকথন-
বাবা : সবকিছুতে তর্ক করিস না। আমি কি তোর থেকে কম জানি?
ছেলে : বাবারা কি সবকিছুই ছেলের থেকে বেশি জানে?
বাবা : অবশ্যই।
ছেলে : বলেন তো মধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছিল?
বাবা : নিউটন।
ছেলে : তাহলে নিউটনের বাবা ওটা আবিষ্কার করতে পারেনি কেন?
এসইউ/পিআর