আজকের জোকস : অকারণে গণপিটুনি


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ৩০ জুন ২০১৬

অকারণে গণপিটুনি
জসিম : কিরে? তোর হাতে পায়ে ব্যান্ডেজ কেন?
সবুজ : পাবলিক অকারণে গণপিটুনি দিয়েছে।
জসিম : কেন কী করেছিলি?
সবুজ : দোকান থেকে ছবি ওয়াশ করিয়ে হাতে নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ হাওয়ায় ছবিটা এক ভদ্রমহিলার পায়ের নিচে গিয়ে পড়ল।
জসিম : তারপর?
সবুজ : আমি ওই মহিলাকে বললাম, ‘শাড়িটা ওঠান, ছবি তুলব’। তারপর ওই মহিলার চিৎকারে পাবলিক জড়ো হয়ে বেদম পেটালো।

****

এই এলাকায় নতুন
একদিন চাঁদনি রাতে রকিব আর বাবুল মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রকিব বাবুলকে বলল-
রকিব : দেখ দেখ, আকাশে কী সুন্দর সূর্য উঠেছে!
বাবুল : আরে না, এটা চাঁদ!

কিন্তু রকিব মানছেই না। এই নিয়ে চলছে তাদের তর্ক। ঠিক এই সময় ওই রাস্তার পাশ দিয়ে নান্টু যাচ্ছিল। তাই দু’জনই নান্টুকে ডেকে বলল-
রকিব : আচ্ছা আকাশে এটা কি চাঁদ নাকি সূর্য?
নান্টু : আমি কী করে জানব ভাই। আমি তো এই এলাকায় নতুন!

****

পত্রিকায় ছবি আসবে
দিদারের বাবা এবং মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। হঠাৎ দিদারের মা বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল।
বাবা : তুমি কোথায় যাচ্ছো?
মা : আত্মহত্যা করতে।
বাবা : তা এত মেকআপ করছো কেন?
মা : ওমা, কাল সকালে পত্রিকায় আমার ছবি আসবে তো!

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।