আজকের জোকস : আক্রমণের শিকার ব্যাটসম্যান


প্রকাশিত: ০৬:২২ এএম, ২০ জুন ২০১৬

আক্রমণের শিকার ব্যাটসম্যান
একবার ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হারার পর আক্রমণের শিকার হয়েছিলেন বাংলাদেশের এক ব্যাটসম্যান। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ব্যাটসম্যানটি।

নানা রকম প্রশ্ন ছুটে আসছে আর মাথা নিচু করে কোনোমতে আত্মরক্ষা করছেন ওই ব্যাটসম্যান। হঠাৎ এক সাংবাদিক হাত উঁচু করে জিজ্ঞেস করলেন-
সাংবাদিক : আপনি পা দিয়ে বলটা খেলতে গেলেন কেন! খেলাটা যে ফুটবল নয় ক্রিকেট, সেটা কি ভুলে গিয়েছিলেন?

****

এক বলেই স্ট্যাম্প উড়ে গেল
নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন। এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি।

আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন-
উইকেট কিপার : কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।
ব্যাটসম্যান : লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।

****

চাইলেও পেটাতে পারে না
এক দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল-
জজ : তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে?
মেয়ে : না, মা বড্ড পেটায়!
জজ : তাহলে বাবার সঙ্গে?
মেয়ে : না, বাবাও ভীষণ পেটায়!
জজ : তাহলে কার সঙ্গে থাকতে চাও?
মেয়ে : পাকিস্তান ক্রিকেট টিমের সঙ্গে। ওরা অনেক ভালো মানুষ, চাইলেও পেটাতে পারে না!

****

স্কোর বোর্ড নেই
এক ক্রিকেট ভিজিটিং টিম গ্রামে গিয়েছিল সেখানকার লোকদের আয়োজনে এক ক্রিকেট খেলা দেখতে। সেখানে গিয়ে তারা দেখে, কোনো স্কোর বোর্ড নেই। টিমের লোকজন তখন সেই গ্রাম্য আয়োজকদের জিজ্ঞেস করল, ‘আপনারা কোনো স্কোর বোর্ড রাখেননি, তাহলে খেলার হিসেব রাখেন কী করে?’

একজন আয়োজক দাঁত বের করে হেসে জানাল, ‘দুই দলই মনে মনে হিসাব রাখে, তারপরও যদি দু-একদিন মতান্তর হয়, তখন হাতের কাছে লাঠিসোটা যা কিছু পায়, তাই নিয়ে মাঠে নেমে পড়ে, একটা মীমাংসা করে ফেলে!’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।