আজকের জোকস : দুর্নীতি প্রশ্রয় পাবে


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১২ জুন ২০১৬

দুর্নীতি প্রশ্রয় পাবে
কোন এক দেশের প্রধানমন্ত্রী গেছেন এক গাড়ি প্রদর্শনী উদ্বোধন করতে। প্রদর্শনীর উদ্যোক্তা প্রধানমন্ত্রীকে পেয়ে খুবই উৎফুল্ল। তিনি প্রধানমন্ত্রীকে একটি দামি গাড়ি গিফট করতে চাইলেন। প্রধানমন্ত্রী বিব্রত হয়ে বললেন-
প্রধানমন্ত্রী : না না, আমি বিনে পয়সায় কিছু নিতে পারি না। এতে দুর্নীতি প্রশ্রয় পাবে।
উদ্যোক্তা : তাহলে আপনি গাড়ির দাম বাবদ আমাকে দশটি টাকা দিন।
প্রধানমন্ত্রী : গ্রেট আইডিয়া। তাহলে আমাকে পাঁচটি গাড়ি দিন। এই নিন পঞ্চাশ টাকা।

****

থুতু দেয় উল্টো দিকে
স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।
শাসক : কী, স্ট্যাম্পটা কেমন চলছে?
বিক্রেতা : স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নাই।
শাসক : কী! ডাক তাকে। আঠার দায়িত্বে কে ছিল?
আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন-
কর্মকর্তা : স্যার আঠা তো ভালোই দিয়েছি। কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।

****

শুধুই বিল পাস করমু
এক নেতা নির্বাচনে দাঁড়ালেন। প্রচারণার জন্য প্রচুর পোস্টার ছাপালেন। এরপর প্রেসের লোক এসে বলল-
প্রেস : স্যার, এত পোস্টার ছাপালেন, বিলটা তো পাইলাম না।
নেতা : খাড়াও মিয়া, খালি একবার সংসদে যাই, তারপর তো শুধুই বিল পাস করমু।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।