আজকের জোকস : চুরি করতে লজ্জা করে না


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩০ মে ২০১৬

চুরি করতে লজ্জা করে না
ছেলে স্কুলের এক ছাত্রের কলম চুরি করে ধরা পড়েছে। এ কথা শুনে শফিক রেগে গিয়ে ছেলেকে উত্তম-মধ্যম দিতে দিতে বললেন-
বাবা : ওই ব্যাটা, তোর কীসের অভাব শুনি? এই তো ক’দিন আগে অফিস থেকে লুকিয়ে তোর জন্য এক ডজন ডটপেন আর ছ’টা পেন্সিল এনে দিলাম, তবুও চুরি করতে তোর লজ্জা করে না।

****

ব্যাংকের চেক বই
বন্ধু : আমার ছেলে আমাকে চিঠি লিখলে আমাকে ডিকশনারি নিয়ে বসতে হয় তার মর্ম উদ্ধার করতে।
খলিল : সে তো ভালোই, আর আমার ছেলের চিঠি এলে আমি কী নিয়ে বসি জানিস?
বন্ধু : কি? এনসাইক্লোপিডিয়া?
খলিল : না রে, আমার ব্যাংকের চেক বই।

****

আঙুলের ছাপ
ছেলে জিজ্ঞেস করল-
ছেলে : বাবা, তুমি আমার রিপোর্ট কার্ডে সই না করে আঙুলের ছাপ দিলে কেন?
বাবা : তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না, তোমার ক্লাসটিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।

****

সাত টুকরো করে দিন
ছেলে-মেয়েদের আবদার মেটাতে একদিন টিটু সাহেব তাদের নিয়ে গেছেন পিৎজার রেস্তোরাঁয়। বড় মাপের একটা পিৎজার অর্ডার দেয়ার পর ওয়েটার এসে জিজ্ঞেস করল-
ওয়েটার : আপনারা তিনজন। তাহলে কি তিন টুকরো করে কেটে দেব?
টিটু : না, সাত টুকরো করে দিন। তাহলে ওরা বেশি টুকরো খেতে পারবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।