জোকস : বিল গেটস কী বলেছেন


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২১ মে ২০১৬

বিল গেটস কী বলেছে
১ম বন্ধু : জানিস বিল গেটস কী বলেছেন?
২য় বন্ধু : কী বলেছেন?
১ম বন্ধু : বলেছেন, ‘যদি তুমি গরীব হয়ে জন্মাও সেটা তোমার দোষ নয়। কিন্তু যদি তুমি গরীবের মতো হও তাহলে সেটা তোমার ভুল।’ বুঝলি কিছু?
২য় বন্ধু : হ্যাঁ বুঝেছি, আমার বাবা যে গরীব সেটা আমার দোষ না। কিন্তু যদি আমার শ্বশুর গরীব হন সেটা অবশ্যই আমার ভুল।

****

বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা
বাবা : তুমি যদি ওই বাজে মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ না করো তাহলে আমি তোমার হাত খরচ বন্ধ করে দেব।
বিল্লাল : আর তুমি যদি আমার হাত খরচ দ্বিগুন না করে দাও তাহলে আমি ওই বাজে মেয়েটাকেই তোমার ঘরের বউ করে আনব।

****

নাম দিয়ে যায় চেনা
পুলিশ : নাম বল
বিধান : স্যার সরি, ভুল হয়ে গিয়েছে।
পুলিশ : নাম বল!
বিধান : বাইক আর জোরে চালাব না স্যার। এবারের মতো ছেড়ে দিন।
পুলিশ : (রেগে ধমক দিয়ে) নাম বলবে কি না...
বিধান : ত্রীকুল্লাভাট্টী ত্থেক্কোপারানমন্তনীয়রন্তী ভেঙ্কটাশঙ্করন স্বামী!
পুলিশ : যান, এবারের মতো ছেড়ে দিলাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।