আজকের কৌতুক: স্বামীর নারী কলিগের জন্য তেল পাঠালেন স্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৮ অক্টোবর ২০২৪

স্বামীর নারী কলিগের জন্য তেল পাঠালেন স্ত্রী
স্বামীর অফিসে যাওয়ার সময়ে স্ত্রী তার কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন—
স্ত্রী: এটাতেই তোমার লেডি টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ঔষুধ আছে।

স্বামী অবাক চোখে তাকালেন!
স্ত্রী: তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।

****

জাল নোট ব্যবহারের উপযুক্ত উপায়
এক লোক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, আমাকে একজন ১০০০ টাকার এক নোট দিয়ে চলে গেছে। এমন আমি এই নোট কীভাবে ব্যবহার করতে পারি। কেউ পরামর্শ দিলে উপকৃত হব।
কমেন্টকারী: ভাই রেখে দেন, পাত্রী দেখতে গিয়ে দিয়ে আইসেন।

****

সবকিছু দুটো করে দেখি
চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।
রোগী: ডাক্তার সাহেব, আমার সমস্যা হলো, আমি সব কিছুই দুটি করে দেখি।
চিকিৎসক: হুম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।
রোগী: একটা কিছু করেন ডাক্তার সাহেব। আমি খুব সমস্যায় আছি।
চিকিৎসক: ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।
রোগী: চেয়ার তো দুটি খালি। তা কোনটাতে বসব স্যার?

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।