আজকের কৌতুক: দুশ্চিন্তায় চুল পেকে যাচ্ছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪

দুশ্চিন্তায় চুল পেকে যাচ্ছে

খুব দুশ্চিন্তা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হলেন এক ব্যক্তি।

রোগী: ডাক্তার, দুশ্চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে।
ডাক্তার: কী নিয়ে আপনার দুশ্চিন্তা?
রোগী: এই যে আমার চুল পেকে যাচ্ছে, তা নিয়েই আমার দুশ্চিন্তা।

**

যেমন প্রেমিক তেমন প্রেমিকা

ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মলির মা এসে বললেন-
মা: মলি মা আমার, কী করছ?
মলি: বান্টিকে চিঠি লিখছি মা।
মা: কিন্তু তুমি তো এখনও লিখতে জানো না।
মলি: বান্টিও এখনও পড়তে জানে না মা।

**

দ্রুত বাড়ি পৌঁছাতে হবে

একবার মনটু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল। বেশ দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে মনটু তার বন্ধুটিকে বললো, ‘আরে ভাই, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?’
বন্ধুটি বললো, ‘সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি! গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে, তাই কোনও দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছোতে হবে।’

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।