আজকের কৌতুক: কনসার্ট দেখতে গিয়ে যা হলো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ১২ জুলাই ২০২৪

কনসার্ট দেখতে গিয়ে যা হলো
গান শুনতে এসে শ্রোতার আসনে বসা আর এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এক শ্রোতা।
প্রথম ব্যক্তি: ওফ! অবস্থাটা দেখেছেন? গায়িকার কী ভয়ংকর গলা! যেন করাত দিয়ে কাঠ কাটছে।
দ্বিতীয় ব্যক্তি: উনি আমার স্ত্রী।
প্রথম ব্যক্তি: ওহ, ইয়ে, আসলে গলার তেমন দোষ নেই। তবে গানের জঘন্য কথাগুলোর জন্য তা গাইতে সমস্যা হচ্ছে। এসব গর্দভ গীতিকারদের গান আপনার স্ত্রীকে গাইতে দেন কেন?
দ্বিতীয় ব্যক্তি: এই গানের গীতিকার আমিই।

****

কেমিস্ট্রি ল্যাবে বিস্ফোরণ
ছেলে স্কুল থেকে বাড়ি এসে বাবাকে বলছে—
ছেলে: বাবা, জানো, আজ কেমিস্ট্রি ক্লাসে কী হয়েছে?
বাবা: হ্যাঁ, বলো।
ছেলে: কেমিস্ট্রি প্র্যাকটিকেল করার সময় আমাদের ভুলের জন্য একটা বিকট বিস্ফোরণ হয়েছে।
বাবা: নিশ্চয়ই তোমাদের কেমিস্ট্রি শিক্ষক তোমাদের খুব বকা দিয়েছেন?
ছেলে: না বাবা, তিনি বিস্ফোরণের খুব কাছে ছিলেন!

****

অফিসের ক্যাশ হিসাব মেলানোর শেষ সুযোগ
বস: এ কী! আজ অফিসের হিসাব মেলানোর শেষ তারিখ আর ক্যাশিয়ার নেই? কোথায় গিয়েছেন তিনি?
কেরানি: তিনি গিয়েছেন জুয়া খেলতে, স্যার।
বস: জুয়া খেলতে? আমি কি ঠিক শুনছি?
কেরানি: হ্যাঁ স্যার। যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন, ক্যাশ মেলাবার এটাই তার শেষ সুযোগ।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।