আজকের কৌতুক: প্রেমের অপরাধে মোরগ ও হাঁসের শাস্তি
প্রেমের অপরাধে মোরগ ও হাঁসের শাস্তি
এক মোরগ আর হাঁস একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু স্বজাতির বাইরে প্রেম? এই অপরাধে তাদের সাজাস্বরূপ জেলখানায় পাঠানো হল। জেলাখানায় মন খারাপ করে মোরগ হাঁসকে জিজ্ঞেস করলো—
মোরগ: হাঁস, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
হাঁস: আমি তো জানি না। তুমি বরং ওই কোনায় বসে থাকা ইঁদুর ভায়াকে জিজ্ঞেস করো?
মোরগ: ইঁদুর ভায়া, ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
উত্তর এলো, আমি ইঁদুর না, শজারু!’
****
পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?
ক্লাসের মধ্যে ইতিহাসের শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বলতে পার, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
অমল: আমি বলব স্যার?
শিক্ষক: বলো।
অমল: পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই স্যার।
****
পৃথিবীর সবচেয়ে পাতলা বই
দুজন বন্ধু, এখন তারা বয়সের ভারে নয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে—
১ম বন্ধু: আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।
কেএসকে/এমএস