আজকের জোকস: সন্তান বেশি থাকার সুবিধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

সন্তান বেশি থাকার সুবিধা
বাবুর চারটি বাচ্চা। একদিন খবরের কাগজে বাবু দেখলো যে সরকার ঘোষণা করেছে, যার পাঁচটি বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার বিশ হাজার টাকা করে দেবে।

বাবু তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?
স্ত্রী: বলো, কিছু মনে করবো না।
বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটি বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটি বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা করে পাবো।
স্ত্রী: আচ্ছা যাও।

বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটি বাচ্চা গায়েব। বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কী?
স্ত্রী: যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজ তুমি কি একা পড়েছ?

****

লোভী পাত্র
পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বললো—

পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।

শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

****

রমেনবাবু সহজ সরল মানুষ। তিনি একদিন দেখলেন, রাস্তায় অনেকে পর পর দৌড়োচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলেন—
রমেনবাবু: এই লোকগুলো সব দৌড়োচ্ছে কেন?
জনৈক: এটা একটা দৌড় প্রতিযোগিতা। যে জয়ী হবে সে কাপ জিতবে।
রমেনবাবু: যদি শুধু বিজয়ীই কাপ পাবে, তাহলে বাকিরা কেন দৌড়োচ্ছে?

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।