আজকের জোকস: বোকা ডাকাতের চালাক উকিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ১৭ নভেম্বর ২০২৩

বোকা ডাকাতের চালাক উকিল
ছক্কু মানুষটা একটু বোকা ধরনের। তবে তিনি পেশায় আবার একজন ডাকাত। একবার ডাকাতি করতে গিয়ে ধরে পড়লেন। কিন্তু তার উকিল খুবই চালাক। তিনি বিচারককে বলছেন—
উকিল: মাননীয় বিচারক, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতঃএব, তাকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: ছক্কু, আপনার কিছু বলার আছে?
ছক্কু: বেকসুর খালাস পেলে কি আমাকে ব্যাংকের টাকাগুলোও ফেরত দিতে হবে?

****

লেখক অনেক ব্যস্ত
এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তার একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?

ছেলে বললো, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?

****

কৃপণ লোকের চিরুনি কেনা
এক কৃপণ গিয়েছে চিরুনি কিনতে—

কৃপণ: দাদা, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গিয়েছে।
দোকানদার: একটা কাঁটা ভেঙে গিয়েছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।