আজকের জোকস: বাহুবলী কাটাপ্পাকে ছুটি দেয়নি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৮ আগস্ট ২০২৩

বাহুবলী কাটাপ্পাকে ছুটি দেয়নি
এক কর্মচারী বসের কাছে গেছেন ছুটি চাইতে—
কর্মচারী: স্যার, কয়েকদিনের ছুটি দরকার।
বস: এক শর্তে ছুটি দেওয়া হবে। আগে বলুন ‘কাট্টাপ্পা বাহুবলীকে কেন মেরেছে?’
কর্মচারী: স্যার, বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি।
বস: কত দিনের ছুটি লাগবে?

****

বিজ্ঞাপন

স্বামীর লন্ড্রির দোকান
এক নারী আর এক নারীকে বললেন, ‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না?
দ্বিতীয় নারী: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এখনকার ছেলেদের বিশ্বাস নেই
দুই বান্ধবীর অনেকদিন পর দেখা। অনেক গল্প হচ্ছে দুজনের। একজন অন্যজনকে বলছে—
১ম বান্ধবী: এখনকার ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নাই রে!
২য় বান্ধবী: কেন বল তো?
১ম বান্ধবী: আমি আজ থেকে ওর মুখও দেখতে চাই না!
২য় বান্ধবী: কেন রে? তুই কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছিস?
১ম বান্ধবী: আরে দূর! ও আমাকে অন্য ছেলের সঙ্গে দেখেছে!
২য় বান্ধবী: বলিস কী!
১ম বান্ধবী: হ্যাঁ, কালকে বললো, ও নাকি শহরের বাইরে যাবে। দেখলি কত বড় মিথ্যাবাদী।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।