আজকের রসালাপ: ব্যাঙের টাকার গরম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ০৭ এপ্রিল ২০২৩

রাজার পাইক পেয়াদা হাতি নিয়ে প্রতিদিন শিকারে যেতো। রাস্তায় গাছের ডালের কোঠরে থাকতো এক ব্যাঙ। হাতি যাওয়ার সময় সেই ব্যাঙ প্রতিদিন কোঠর থেকে বাহির হয়ে হাতির কপালে লাথি মেরে আবার কোঠরে চলে যেতো।

বিষয়টি রাজার নিকট জানানোর পর রাজা আদেশ দিলেন ব্যাঙ যে কোঠরে থাকে সেখানে ব্যাঙ ছাড়া অন্য কিছু আছে কি না দেখে জানাতে।

সেখানে দেখে এসে পাইক পেয়াদারা রাজাকে জানায়, জাহাপনা গাছের কোঠরে ১ টি পয়সা আছে। তখন রাজা আদেশ দিলেন কোঠর হতে পয়সাটি সরিয়ে নিতে।

পরদিন যখন শিকারে গেল ব্যাঙ আর বাহির হয় না হাতির কপালে লাথিও মারে না।

শিক্ষনীয় বিষয়: টাকার গরমে মানুষ অনেক কিছু করে পরিণাম ভালো হয় না।

লেখা: সাইফুল হক
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।