আজকের কৌতুক: দুষ্টু ছেলে ও আয়ুর্বেদ ডাক্তার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ অক্টোবর ২০২২

দুষ্টু ছেলে ও আয়ুর্বেদ ডাক্তার
এক দুষ্টু ছেলে গেল আয়ুর্বেদ ডাক্তারকে জব্দ করতে—
রোগী: আমার সমস্যা হলো ঘুমালে চোখে দেখি না। কী করা যায়?
ডাক্তার: আপনি পাকা লাল মরিচের গুঁড়া পানি দিয়ে পেস্ট বানিয়ে চোখে লাগান। তাহলে ঘুমালেও চোখে দেখতে পারবেন।

****

খুব খারাপ ও খারাপ খবরের পার্থক্য
ডাক্তার তার রোগীকে ফোনে বললেন—
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।
রোগী: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: মেডিকেল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।
রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?
ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।

****

উকিলের তিন কথা
হন্তদন্ত হয়ে এক ভদ্রমহিলা ছুটে এলেন
ভদ্রমহিলা: আমি কিছু শুনতে চাই না ডাক্তার সাহেব আপনি আমার সমস্যাটা মোটেই গুরুত্ব দিচ্ছে না, আজ আপনাকে একটা কিছু বলতেই হবে।
উকিল: একটা না আমি তিনটা কথা বলব। এক, আপনি অত্যধিক মোটা একজন মহিলা; দুই, আপনার বাস্তব বুদ্ধি কম; তিন, ডাক্তার সাহেব পাশের রুমে বসেন। আমি একজন উকিল।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।