সপ্তাহের রসালাপ: বিনা পয়সার আত্মীয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২

ঘোষপাড়ার ছেলে বল্টু, অনেক চালাক।
পাড়ার মোড়ের মিষ্টির দোকানে গিয়ে বলল, ‘দাদা, দুটা গরম গরম মিষ্টি দাও তো।’
সে মিষ্টি খাওয়ার পর আরও দুটি শিঙাড়া খেয়ে ফেলল। সবশেষে এক কাপ চা।

দোকানি টাকা চাইতেই সে বলল, ‘আরে দাদা, আমি তোমার দোকানে খেয়ে তো তোমারই লাভ হলো।’
দোকানি বলল, ‘কীভাবে লাভ হলো?’
বল্টু বলল, ‘এই যে আমি তোমার দোকানে খেলাম। ওই যে ওই দোকানে গিয়ে এখন আমি খবরের কাগজ পড়ব আর তোমার মিষ্টি-শিঙাড়া-চায়ের গুণগান করব। এতে সেই দোকানের কাস্টমার তোমার দোকানে চলে আসবে। একবার ভেবে দেখ, তোমার কত প্রফিট হতে চলেছে।’
দোকানি ভাবল, ঠিকই তো।

এবার বল্টু অন্য মিষ্টির দোকানে গিয়ে ঠিক একই রকম ফন্দি এঁটে পেট পূজা করল।

কয়েকদিন এভাবেই চলল। কিন্তু কোনো দোকানিরই নতুন কাস্টমার আসে না।
এরপর সেই দোকানিরা বল্টুর চালাকি ধরে ফেলল।

একদিন বল্টুকে দেখে তারা একসঙ্গে আসেন। এসে বলেন, ‘আচ্ছা, বল্টু ভাই। তুই নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা শুনেছিস? আমরা সেই দলে নাম লিখিয়েছি।’
বল্টু বলল, ‘কই না তো!’
‘ব্যাটা বিনা পয়সার আত্মীয়, তোরে মিষ্টি খাওয়াচ্ছি দাঁড়া।’ বলে সবাই মিলে বল্টুকে মিষ্টি খাওয়াতে লাগল।

আসলে এই মিষ্টি সেই মিষ্টি নয়। এই মিষ্টি খেলে পেটে নয় পিঠে লাগে। আর লাল লাল ছোপ বসে যায়।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।