আজকের কৌতুক: স্বামী-স্ত্রীর লোক দেখানো ঝগড়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২

স্বামী-স্ত্রীর লোক দেখানো ঝগড়া
শফিক ও রিয়া দুজনের ছোট্ট সংসার। এর মাঝে একদিন উটকো এক অতিথির আগমন। দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, অতিথির আর যাওয়ার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে একদিন লোকটাকে তাড়ানোর ফন্দি আঁটল দুজন।

পরদিন সকাল না হতেই তুমুল ঝগড়া শুরু করলো শফিক-রিয়া। ঝগড়া একসময় হাতাহাতির পর্যায়ে চলে গেলো। অবস্থা বেগতিক দেখে চুপচাপ বাক্স-পেটরা নিয়ে বেরিয়ে পড়ল অতিথি।
অতিথি বেরিয়ে গেলে ঝগড়া থামাল দুজন। শফিক এবার রিয়াকে বলছে—
শফিক: ওগো, বেশি লেগেছে তোমার?
রিয়া: আরে নাহ! আমি তো লোক দেখানো কাঁদছিলাম!
অতিথি: আমিও তো লোক দেখানো গিয়েছিলাম!

****

তেলাপোকার সঙ্গে বিবাহিত পুরুষের অনেক মিল
১ম ব্যক্তি: বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে মিল কোথায়?
২য় ব্যক্তি: দুটোকে দেখলেই মেয়েদের চিৎকার শুরু হয়ে যায়।
১ম ব্যক্তি: এবার তাহলে বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায়?
২য় ব্যক্তি: মেয়েরা তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে। আর স্বামীকে দেখলে চিৎকার করে ভয় দেখানোর জন্য।

****

সোফায় বসলেই শুয়ে পড়তে ইচ্ছা করে
লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্যই করতে পারে না। তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেল ছেলের দিকে—
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো।
লাল্টু: মা! আর হবে না এমন।
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না।
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।