আজকের কৌতুক: বিবাহিত পুরুষের অবস্থা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

বিয়ে করে পুরুষ হয়
রিয়াদ বিয়ে করেছে কিছুদিন হলো। বন্ধুর সঙ্গে তার বিবাহিত জীবনের গল্প করছে—
রিয়াদ:বউ আর মাকে নিয়ে মহাবিপদে আছি দোস্ত।
বন্ধু: কেন রে?
রিয়াদ: আর বলিস না। বউও হক দাবি করে, মা-ও হক দাবি করে! বিয়া কইরা তো আমি পুরাই কাশ্মীর হয়ে গেলাম। ভারত বলে কাশ্মীর আমার, পাকিস্তানও বলে আমার!

****

ফাঁকিবাজ ছাত্র ও শিক্ষক
শ্রেণির সবচেয়ে ফাঁকিবাজ ছাত্রকে বাগে পেয়ে শিক্ষক—
শিক্ষক: লাল্টু, দেশে মৃত্যুর হার কত? জলদি বল।
লাল্টু: শতভাগ স্যার।
শিক্ষক: গর্দভ! এটা কী করে সম্ভব! তাহলে তো।
লাল্টু: অসম্ভব কিছুই না স্যার। যে একবার জন্মায়, মরতে তার হইবোই। নো চান্স!

****

হোটেলের মানেজার হলে যে সুবিধা
অনেক দিন ধরে দুপুর বেলা একই রেস্টুরেন্টে খাবার খায় রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—
রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।
ওয়েটার: বলেন কি স্যার?
রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।
ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।