আজকের কৌতুক: চোরের মায়ের বড় গলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৫ আগস্ট ২০২২

চোরের মায়ের বড় গলা
ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বললো—
ছেলে: আব্বু, দেখ দেখ- ওই যে চোরের মা।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে: ওই যে লম্বা গলার যেটা।
বাবা: ওটা তো একটা জিরাফ।
ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে- ‘চোরের মায়ের বড় গলা’!

****

বাবা-মায়ের ঝগড়া
স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়
শিক্ষক: জনি, ক্লাসে এত দেরি করে এসেছ কেন?
জনি: স্যার, বাবা-মা ঝগড়া করছিল।
শিক্ষক: তুমি থামাতে গেলে কেন? স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়।
জনি: সেটা আমিও জানি স্যার!
শিক্ষক: তাহলে?
জনি: আমার এক পাটি জুতা বাবার হাতে, আরেকটা মার হাতে ছিল, স্যার

****

স্বামীরা যখন শুধু আফসোস করে
সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে।
সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা ছাড়াই বললো—
মাস্তান: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: জ্বি। কোনো সমস্যা?
মাস্তান: না মানে, ছেলে কী করে?

এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে—
মাস্তান: এটা কী হলো?
সুন্দরী: আফসোস! সে এখন শুধু আফসোস করে।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।