আজকের কৌতুক: চোরের মায়ের বড় গলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৫ আগস্ট ২০২২

চোরের মায়ের বড় গলা
ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বললো—
ছেলে: আব্বু, দেখ দেখ- ওই যে চোরের মা।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে: ওই যে লম্বা গলার যেটা।
বাবা: ওটা তো একটা জিরাফ।
ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে- ‘চোরের মায়ের বড় গলা’!

****

বিজ্ঞাপন

বাবা-মায়ের ঝগড়া
স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়
শিক্ষক: জনি, ক্লাসে এত দেরি করে এসেছ কেন?
জনি: স্যার, বাবা-মা ঝগড়া করছিল।
শিক্ষক: তুমি থামাতে গেলে কেন? স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়।
জনি: সেটা আমিও জানি স্যার!
শিক্ষক: তাহলে?
জনি: আমার এক পাটি জুতা বাবার হাতে, আরেকটা মার হাতে ছিল, স্যার

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বামীরা যখন শুধু আফসোস করে
সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে।
সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা ছাড়াই বললো—
মাস্তান: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: জ্বি। কোনো সমস্যা?
মাস্তান: না মানে, ছেলে কী করে?

এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে—
মাস্তান: এটা কী হলো?
সুন্দরী: আফসোস! সে এখন শুধু আফসোস করে।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।