আজকের জোকস: ডিভোর্স কমানোর উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১০ আগস্ট ২০২২

ডিভোর্স কমানোর উপায়
স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করতো, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!
উকিল: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করতো, তাহলে অর্ধেক বিয়েই হতো না!

****

স্যান্ডেল পায়ে পরার জন্য
লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্যই করতে পারে না। তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেল ছেলের দিকে—
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো।
লাল্টু: মা! আর হবে না এমন।
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না।
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না

****

একদিনেই চাকরি নট
সদ্য চাকরি হারিয়েছে এক যুবকের। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল—
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।