আজকের জোকস: খাওয়ার পর ক্ষুধা লাগে না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ০১ আগস্ট ২০২২

খাওয়ার পর ক্ষুধা লাগে না
হিমেল এসেছেন চিকিৎসকের কাছে। চেম্বারে ঢুকেই বললেন—
হিমেল: স্যার, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর ক্ষুধা পায় না।
চিকিৎসক: তাই না কি! তাহলে তো জটিল সমস্যা আপনার। একটু দাঁড়ান।
হিমেল: আচ্ছা।
চিকিৎসক: এখানে দু’টি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমানোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।

****

রোমান সৈন্যের পোশাক
শিক্ষক: প্রাচীনকালে রোমান সৈন্যরা একধরনের বিশেষ পোশাক পরত।
ছাত্র: সেটা কী বাবা?
শিক্ষক: এখন মেয়েদের কাছে ওই বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়।
ছাত্র: পোশাকটার নাম কী?
শিক্ষক: সেটার নাম স্কার্ট।

****

সাবান দিয়ে গোসল
নদীর ময়লা পানিতে নাসির উদ্দিনকে নামতে দেখে এক পথিক প্রশ্ন করলেন—
পথিক: ময়লা পানির নদীতে কী করছেন?
নাসির: গোসল করছি।
পথিক: এই ময়লা পানিতে গোসল করে কী লাভ?
নাসির: সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি তো।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।