আজকের জোকস: জন্মের ১০ বছর পর যা হয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ২৭ জুলাই ২০২২

জন্মের ১০ বছর পর যা হয়

শিক্ষক: বল তো ১৮০৯ সালে কে জন্মেছিল?
ছাত্র: আব্রাহাম লিংকন।
শিক্ষক: ১৮১৯ সালে কী ঘটেছিল?
ছাত্র: তার ১০ বছর বয়স হয়েছিল স্যার।

****

চিড়িয়াখানায় বাঘ দেখতে বাবা-ছেলে
চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণি, কী ভীষণ হিংস্র সে!
ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে...!
বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
ছেলে: আমি বাসায় যাব কীভাবে!

****

নেতার ঘরে আগুন
এক নেতা গ্রেফতার হওয়ার পর তার কর্মীরা মিছিল করছে—
কর্মী: নেতা ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
নেতা: দেখিস, দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না। 

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।