আজকের কৌতুক: নারী কর্মচারীর আবদার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ১১ জুন ২০২২

নারী কর্মচারীর আবদার
মর্জিনা: আমাকে ২০০ টাকা বাড়িয়ে দেন। নইলে আপনার দোকানে কাজ করতে পারমু না।
মালিক: তোর আগে বাবুলও তো এই দোকানে কাজ করেছে। তাকেও তো ১০০ টাকা দিয়েছি। তোকে ২০০ দেব কেন?
মর্জিনা: বাবুল যখন কাজ করতো; তখন যা কাস্টমার আসতো, আমি আসার পরে তা চারগুণ বেড়ে গেছে। সেই লাভ শুধু আপনি একা ভোগ করবেন। তা কী হয়?

****

ওজন কমাতে কখন রুটি খাবেন?
মেদবহুল এক লোক গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে মেদ কমানোর পরামর্শ চাইলেন। বিস্তারিত শুনে ডাক্তার বললেন—
ডাক্তার: আপনি সকালে ২টা রুটি, দুপুরে ২টা ডিম আর রাতে ১ থালা ভাত খাবেন।
লোক: এগুলো কি খাবার পরে না কি আগে খাব?

****

নারী শক্তির প্রতীক
পিন্টু: নারী যদি শক্তির প্রতীক হয়, তবে পুরুষ কীসের প্রতীক?
নান্টু: সহ্যশক্তি!
পিন্টু: কীভাবে?
নান্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।