আজকের কৌতুক: স্ত্রীর কাছে স্বামীই পৃথিবী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৮ জুন ২০২২

স্ত্রীর কাছে স্বামীই পৃথিবী
স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ ঠু! আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই পুরো দুনিয়া!

****

ফাইভ স্টার হোটেলের আয়না
ফাইভ স্টার হোটেলের বলরুমে মডার্ন আর্ট এক্সিবিশন’ নামের শিল্পকর্ম প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।

সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেইকা আঁকেন এমন ছবি? শিল্পী: জ্বী না, জনাব। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।

****

চাইনিজ বন্ধু
এক চাইনিজ বাংলাদেশে একটি হাসপাতালে ভর্তি ছিল। তার বাংলাদেশি বন্ধু বাবলু তাকে দেখতে গেল।
চাইনিজ: চিং চোং মিইকুং কং চা নাউ।

বলতে বলতেই মরে গেল। বাবলু চীনে গেল কথাটার অর্থ জানার জন্য। অর্থ হলো, ‘আরে অপদার্থ, ইডিয়ট! আমার অক্সিজেন পাইপ থেকে পা উঠা’।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।