আজকের জোকস: পাগলে কি না করে
পাগলে কি না করে
খুব আবেগঘন কথা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে। হঠাৎ স্ত্রীর কথায় স্বামীটি কিছুটা হতভম্ব—
স্ত্রী: জানপাখি, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে?
স্বামী: কী বলছো? আমি তো স্রেফ পাগল হয়ে যাবো! তুমি বলছো বিয়ে?
স্ত্রী: লক্ষ্মীটি, অমন করছো কেন? এটা একটা বাস্তববাদী প্রশ্ন। উত্তর সেভাবেই দাও। বলই না দেখি আমি না থাকলে তুমি বিয়ে করবে কি না?
স্বামী: আসলে আমি তো তখন পাগল হয়ে যাবো। আর পাগলে কি না করে।
****
পৃথিবীর সবচেয়ে গরিব ব্যক্তি
শিক্ষক: বল তো পৃথিবীতে সবচেয়ে গরিব কে?
বল্টু: স্যার, নিশ্চিত কইরা কইতে পারি না।
শিক্ষক: অনিশ্চিত করেই বল, শুনি!
বল্টু: স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয়, পিকটা কেমন হলো বলুন তো বন্ধুরা?
শিক্ষক: তারা গরিব হয় কীভাবে?
বল্টু: কারণ তাদের ঘরে একটা আয়নাও নাই।
****
ফোর জি জিনিসটা কি?
কাস্টমার: বলছেন ফোর জি, ফোর জি। কিন্তু ফোর জি জিনিসটা যদি বুঝিয়ে দিতেন একটু।
দোকানদার: আপনার মোবাইল আছে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: তাতে কল আসে?
কাস্টমার: জ্বি।
দোকানদার: সেটা দিয়ে কল যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: মেসেজিং করা যায়?
কাস্টমার: জ্বি।
দোকানদার: ব্যস, এতেই চলবে।
কেএসকে/এএসএম