আজকের কৌতুক: স্বামী-স্ত্রীর মনের মিল হয় যখন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ০১ জুন ২০২২

স্বামী-স্ত্রীর মনের মিল হয় যখন
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর অনেক বিষয়েই অমিল হয়। তবে একটি বিষয়ে দু’জনই একই রকম আচরণ করে। এটি হচ্ছে- বেড়াতে যাওয়ার সময় স্ত্রী যখন বলে, মাত্র ৫ মিনিটে তৈরি হচ্ছি। আর বাসায় অপেক্ষমান স্ত্রীকে যখন স্বামী ফোনে বলে, মাত্র ৫ মিনিটেই ফিরছি।

****

বিজ্ঞাপন

ধৈর্য্যের পরীক্ষা
লেকের পাশে এক লোক নিয়মিত বড়শি পেতে মাছ ধরেন। যে কয় ঘণ্টা তিনি মাছ ধরে কাটান, পাশে বসে ঠিক ততক্ষণ এক লোক গভীর মনোযোগে তার মাছ ধরা দেখেন। একদিন মাছ শিকারি ওই মনোযোগী দর্শককে বললেন—
শিকারি: ভাই, মাছ ধরার প্রতি তো আপানার সাংঘাতিক নেশা দেখি!
দর্শক: জ্বি!
শিকারি: আসলে আমার চেয়ে বেশি আপনার আগ্রহ।
দর্শক: জ্বি!
শিকারি: তো এক কাজ করলে তো পারেন, আপনি নিজেই মাছ ধরুন না!
দর্শক: আমার অতো ধৈর্য নেই ভাই!

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘ওয়াইফ’ শব্দটি যেভাবে এলো
শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কীভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কীভাবে সেটা বল।
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।
শিক্ষক: পিটিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।