আজকের জোকস: ঈদের বোনাস কারা পাবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ এপ্রিল ২০২২

ঈদের বোনাস কারা পাবেন
হঠাৎ লোকসানের মুখে পড়া এক মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মচারীদের বার্ষিক বোনাসের বাজেট বাঁচাতে একটা নোটিশ টাঙাল—
আপনি যদি দামি কাপড় পরে অফিসে আসেন তাহলে আমরা বুঝব আপনি খুবই সচ্ছল, বোনাসের এই সামান্য কটা টাকা না হলেও আপনার চলবে।
আপনি যদি আজেবাজে কাপড় পরে অফিসে আসেন তাহলে আমরা বুঝব আপনি ফালতু খরচ করেন। তাই বার্ষিক বোনাসের টাকা আপনাকে দেওয়া হবে না, কেননা আপনি সেটাও উড়িয়ে দেবেন।
আপনি যদি একদম ঠিকঠাক কাপড় পরে অফিসে আসেন সে ক্ষেত্রে আমরা বুঝব আপনি বেশ ভালোই আছেন। তাহলে বোনাসের টাকা নিয়ে করবেনটা কী শুনি?

****

মাটি কতদূর
জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল—
কুস্তিগীর: এখান থেকে মাটি কতদূর?
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
কুস্তিগীর: হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়লো।
ক্যাপ্টেন: কোথায় যাচ্ছেন আপনি?
কুস্তিগীর: আপনি বলুন কোন দিকে যাব?
ক্যাপ্টেন: নিচের দিকে!

****

কাজ না করার শাস্তি
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইলো—
ছাত্র: স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?
শিক্ষক: কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পাবে।
ছাত্র: স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।

কেএসকে/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।