আজকের জোকস: হেঁচকি বন্ধ করার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ০৭ এপ্রিল ২০২২

হেঁচকি বন্ধ করার উপায়
ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়িয়েছে জলিল সাহেব। তবে বেচারা একদমই স্বস্তিতে নেই। একটু পরপরই তার বিকট শব্দে হেঁচকি উঠছে। পুরো ব্যাংকের মানুষ জলিল সাহেবের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। খুবই বিব্রতকর অবস্থা!

একসময় কাউন্টারের একেবারে কাছে চলে গেল জলিল। ২০ হাজার টাকার চেকটা জমা দিতেই কাউন্টারে বসা মেয়েটি পাংশু মুখে বললো—
মেয়ে: দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টে এত টাকা নেই।
বিস্ময়ে জলিলের চোখ কপালে উঠলো। বলে কী! কদিন আগেই পুরো ৫০ হাজার টাকা সে জমা রেখেছে। মেয়েটিকে সে বললো
জলিল: তাহলে কত টাকা আছে?
মেয়ে: ২০০ টাকার কাছাকাছি।
জলিল: আপনি কি আমার সঙ্গে মজা করছেন?
মেয়ে: জি স্যার, আপনি নিশ্চই লক্ষ করেননি, আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে!

****

অপেক্ষার অবসান হলো
প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল বল্টু। পথে ট্রাফিক পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল।
ট্রাফিক পুলিশ: তোমার মতো বেয়াড়াদের ধরতেই দিনভর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি, বুঝলে বাছাধন?
বল্টু: সে জন্যই তো যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছাতে চেষ্টা করছিলাম!

****

ঝাপসা দেখা যাচ্ছে
দুই মাতাল কথা বলছে—
প্রথম মাতাল: ওরে, তুই আর খাইস না।
দ্বিতীয় মাতাল: কেন?
প্রথম মাতাল: এখনই তোকে ঝাপসা দেখা যাচ্ছে। আরেকটু খেলে উধাও হয়ে যাবি!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।